শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ফ্রাঙ্কফুর্টে কথাসাহিত্যিক সাদাত হোসাইনের সংবর্ধনা

মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
ফ্রাঙ্কফুর্টে কথাসাহিত্যিক সাদাত হোসাইনের সংবর্ধনা

বাবু সরদার:

গত ২৭শে এপ্রিল রোজ শনিবার এসময়ের তুমুল জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনকে সংবর্ধনা দিয়েছে ফ্রাঙ্কফুর্ট এবং জার্মানির বিভিন্ন এলাকার  সাহিত্যপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা , গালুস সালবাউ এর  একটি হলে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় , সভায় লেখককে স্বাগত জানিয়ে প্রবাসী সাহিত্যপ্রেমীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব হাফিজুর রহমান আলম এবং  জার্মান প্রবাসী কবি দিলশাদ জাহান খান , ব্লগার লেখক আমিনুল হক ।

কথাসাহিত্যিক সাদাত হোসাইন তার জীবনের গল্প শোনান , কিভাবে তিনি লেখক হয়ে উঠলেন , তার ছেলেবেলা , তারপর ঢাকা এসে জীবন সংগ্রাম এবং লেখক হয়ে ওঠার বিভিন্ন পর্যায়ের নানা দিক তিনি তার বক্তব্যে তুলে ধরেন । তার কথাগুলো মনযোগী ছাত্রের মতো প্রবাসীরা মুগ্ধ হয়ে শোনেন , তিনি প্রবাসীদের সাথে আড্ডায় , গল্পে মেতে ওঠেন , অল্প সময়ের প্রবাসীদের আপন করে নেন । অনুষ্ঠানে   আমাদের গল্পঘর এর পক্ষে উপদেষ্টা সরদার ইনামুল করিম একটি কোট পিন ও এবারে একুশে বই মেলায় প্রকাশিত “বহে কাব্যধারা” বইটি  উপহার দেন প্রতিষ্ঠাতা সভাপতি দিলশাদ জাহান খান।কবিতা আবৃত্তি করেন প্রবাসী কবি মায়েদুল ইসলাম তালুকদার , হাফিজুর রহমান আলম , এবং গান পরিবেশন করেন নিম্নি কাদের ।

মাত্র একদিনের জন্য তিনি জার্মানিতে এসেছিলেন , তার পরবর্তী গন্তব্যস্থল প্যারিস সেখানেও সাহিত্যপ্রেমীরা তাকে সংবর্ধনা দেবেন ।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল