নিজস্ব প্রতিবেদক:
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আইটি সেক্টরে আরও দক্ষ ও সমৃদ্ধ করে তোলা ও ইন্ডস্ট্রি সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে তিতুমীর কলেজ আইটি সোসাইটি (টিসিআইটিএস) ও ইউ ওয়াই ল্যাব এর এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল ইউওয়াই সিস্টেমের কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ইউওয়াই ল্যাবের প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) মোঃ শাহাদাত হোসেন মজুমদার এবং তিতুমীর কলেজ আইটি সোসাইটি'র সাধারণ সম্পাদক , মো. মাইদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমাঝোতার ফলে দুই পক্ষই তরুণ শিক্ষার্থীদের আইটি সেক্টরে দক্ষতা অর্জনের পথে সহযোগী হয়ে কাজ করবে। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ইউওয়াই ল্যাবে প্রশিক্ষণ মূলক সেমিনার, কর্মশালা ও কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের আইটি স্কিল অর্জন ও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউ ওয়াই ল্যাব এবং আইটি সোসাইটি'র অন্যান্য সদস্যরা।
এমআই