মো. মাইদুল ইসলাম:
বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তোলা সংগঠন স্টুডেন্টস অ্যাগেইনেস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (সেভ ইয়ুথ) এর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ চ্যাপ্টারের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সেভ ইয়ুথ এর ১৬ নাম্বার কার্যক্রমের সূচনা হলো। কমিটিতে কো-প্রেসিডেন্ট হিসেবে মো. রেজায়ে রাব্বি জায়েদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সায়েদা আসমাউল জান্নাত জুঁই মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১ মে) ২৪-২৫ কার্যবর্ষের জন্য এই কমিটির ঘোষণা করা হয়।
টিম লিড ও কো-টিম লিড হিসেবে কমিটির অন্যান্যরা হলেন, সি লিডস সুমায়া রহমান সেতু ও তাবাসসুম কবির, ইয়ুথ ডিজেবিলিটি এন্ড ইনক্লুশন মোহাম্মদ রাশিদুজ্জামান মন্ডল ও সুমাইয়া ইসলাম, ইয়ুথ ডেমোক্রেসি সোহরাব হাসান আকাশ ও ইসরাত জাহান ইমি, কানেক্টিং ডটস, তৃণা রানী সাহা ও সোয়াইব সরকার, ক্যাম্পাস রিজাইলেন্স রাজিয়া আক্তার ও আবির হোসাইন, ইভেন্ট এন্ড আউটরেস, হুমায়ূন আহমেদ ও হেনা আক্তার, ইয়ং মাইন্ডস শাকিল ও শাহিন আলম , ইয়ুথ এম্প্লয়াবিলিটি মোহাম্মদ মেহেদী হাসান ও মোহাম্মদ নওশাদ হোসাইন , ইয়ুথ ভয়েস উম্মে সালমা ও মাহিন আহসান এবং ইয়ুথ মিডিয়া মো. মাইদুল ইসলাম ও হৃদয় চন্দ্র।
স্টুডেন্টস অ্যাগেইনেস্ট ভায়োলেন্স এভরিহয়্যারের সংক্ষিপ্ত রূপ (এসএভিই) সেভ। ক্যাম্পাসগুলোতে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, তরুণ সংলাপ, ইয়ুথ সামিট আয়োজন, বিতর্কসহ ক্যাম্পাসভিত্তিক নানা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৮ সালে যাত্রা করা সেভ এর নেতৃত্ব একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যবিহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে। সেভের সদস্যরা নিজ কমিউনিটিতে বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখছেন। বর্তমানে প্রায় আড়াই হাজারের বেশি তরুণ শিক্ষার্থী সেভের সঙ্গে যুক্ত হয়েছেন। ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে সংগঠনটি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এক বা একাধিক তরুণ শিক্ষক মডারেটরের তত্ত্বাবধানে সেভ চ্যাপ্টারগুলো পরিচালিত হচ্ছে।
এমআই