সময় জার্নাল প্রতিবেদক: দেশের ৫ বিভাগে মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। বাকি জায়গায় সক্রিয় হওয়ার মতো আবহাওয়া পরিস্থিতি অনুকূলে রয়েছে। এর প্রভাবে ঢাকায় সন্ধ্যা নাগাদ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
সোমবার (৭ জুন) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এম রুহুল কুদ্দুস এ তথ্য জানান। তিনি বলেন, মৌসুমি বায়ু উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বিরাজ করছে। এর ফলে দেশের প্রায় সব জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্ট অংশে মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সময় জার্নাল/এমআই