এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশে জন্মনেয়া নাটোরের গর্বিত সন্তান ২০১০ সালের ভারতীয় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় প্রধান শিক্ষিকা মালদহ সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক কবি মিনতি দত্ত মিশ্রর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২রা মে) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে উক্ত সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন ২০১০ সালে ভারতের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মালদহ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মিনতি দত্ত মিশ্র।
অনুষ্ঠানে অন্যান্য বক্তব্য রাখেন অধ্যাপিকা কাকলি মুখার্জি, অধ্যাপক এম এ সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম সহ ফরিদপুরের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গরা।
এর আগে কবিতা আবৃতি করেন বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার, সাংবাদিক ওয়ালি নেওয়াজ বাবু, সুবীর সরকার, আলিম আল রাজি আজাদ , আব্দুর রাজ্জাক রাজা, হারুন অর রশিদ, প্রমুখ।
পরিশেষে, ফরিদপুর পৌরসভা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ , কাশফুল সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও কুশল বিনিময় করে ।
সময় জার্নাল/এলআর