জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের আকবর শাহ এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১৮ আগস্ট) ভোরে সিটি গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৫৫ মিনিটে কাভার্ডভ্যান ও পিকআপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। খবর পেয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে, ভোর ৫টা ৫ মিনিটে, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
দুর্ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে অংশ নেয় আগ্রাবাদ ফায়ার স্টেশনের ওই ইউনিট।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। আহত তিনজনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ভোরবেলা ঘন কুয়াশা বা চালকদের অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
এমআই