রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

রামু রহমানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহর ইন্তেকাল, জানাযা সম্পন্ন

শনিবার, মে ৪, ২০২৪
রামু রহমানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহর ইন্তেকাল, জানাযা সম্পন্ন

খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ, উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘির বাসিন্দা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ছালামত উল্লাহ রহ. ৩ মে ( জুমাবার) ভোর সাড়ে ৪ টায় ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত ৩০ এপ্রিল মাদ্রাসায় যাওয়ায় পথে রামু চৌমুহনী স্টেশনে হিট স্ট্রোকে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু  বরন করেন।   মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 তিনি ১৯৯৩ সাল থেকে রামু মেরংলোয়া রহমানিয়া মাদ্রাসা সহ-সুপার এবং ২০১৫ সাল থেকে উপাধ্যক্ষ হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছিলেন। গ্রামের বাড়ি কক্সবাজারের কলাতলী হলেও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের সুবাদে তিনি রামুতে গড়ে তুলেছিলেন আপন নিবাস। বরেণ্য এ আলেমেদ্বীনের ইন্তেকালে কক্সবাজারে শোকের ছায়া নেমে এসেছে। 

 শুক্রবার   (৩ মে) বাদ আছর দারিয়ারদীঘি মারকাযুল হুদা মাদ্রাসা মাঠে তাঁর নামাজের যানাজা অনুষ্ঠিত হয়। যানাজায় ইমামতি করেন  মরহুমের একমাত্র ছেলে হাফেজ আবু ইমতিনান রায়েদ।  নামাযে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়। 

নামাযে জানাযায় কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ, মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক কওছর, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, দারিয়ারদীঘি মারকাযুল হুদা মাদ্রাসার মুহতামিম মাওলানা কেফায়ত উল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামা অংশগ্রহণ করেন। এছাড়াও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও উপজেলা  চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ভূট্টো, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিনসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত  ছিলেন।  

নামাযে জানাযার পূর্বে আবু নাঈম মোহাম্মদ হারুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত স্মৃতিচারণে অংশ নেন, মরহুমের শশুর হাফেজ এহসান উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসমত আলী,  মরহুমের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিবিজড়িত মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিক। 

বিশিষ্ট এ আলেমেদ্বীনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা কাযী এরশাদুল্লাহ, রামু লেখক ফোরামের সাবেক সভাপতি মাওলানা আতাউর রহমান, বর্তমান সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, সদস্য মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি অলি উল্লাহ আরজু, সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা ছালামত উল্লাহ রহ. ছিলেন, সুন্নাতে রাসুল স. এর প্রতি অতিশয় যত্নবান একজন প্রাজ্ঞ আলিম, বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ, বিপ্লবী সমাজ সংস্কারক ও আদর্শ শিক্ষক। তাঁর মতো প্রচারবিমুখ, নির্লোভ, নিরহঙ্কারী মানুষ খুবই বিরল। তিনি সুদীর্ঘ তিন দশকেরও অধিক সময়  দ্বীনি শিক্ষাদানের খেদমতে নিবেদিত থেকে ইসলামী শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। বিশিষ্ট এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন সমাজসচেতন, দ্বীনি কর্তব্যপরায়ণ আলেমেদ্বীনকে হারালাম। আমরা  মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল