বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কৃষক হাকিম জোমাদ্দার হত্যা

মোরেলগঞ্জে আসামিদের ফাঁসির দাবিতে এলাকায় মানববন্ধন

শনিবার, মে ৪, ২০২৪
মোরেলগঞ্জে আসামিদের ফাঁসির  দাবিতে এলাকায় মানববন্ধন

এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: 

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রকাশ্য দিবালোকে কৃষক হাকিম জোমাদ্দারকে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের  গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
(৪ এপ্রিল শনিবার) বেলা ৯ টার দিকে  উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পলিটিক্সের মোড় বাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে নিহত হাকিম জোমাদ্দারের স্ত্রী জামিলা বেগমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।

এ সময় বক্তৃতা করেন নিহতের ছেলে মেহেদী হাসান, মেয়ে আসমা বেগম, ভাই হারুন জোমাদ্দার, নিশানবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আয়নাল হোসেন, আব্দুল হফ্ফার খান ও মো. আলামিন জোমাদ্দার। বক্তারা কৃষক হাকিম জোমাদ্দার হত্যা মামলার প্রধান আসামি শহিদুল হাওলাদারসহ অপর আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বেলা ৮ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আইউব আলী জোমাদ্দারের ছেলে কৃষক হাকিম জোমাদ্দারকে (৬২) জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে পিটিয়ে কুপিয়ে হত্যা করে তার প্রতিবেশি পক্ষের লোকেরা। এ ঘটনায় শহিদুল ইসলাম হাওলাদারসহ ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই হারুনন জোমাদ্দার। মামলা নং-২৯, তারিখ-২৬.৪.২০২৪।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি ও এ হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা  মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনার দিনই ৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিসহ অপর পলাতক আসামিদেরকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পিবিআই, র‌্যাব ও সিআইডির একাধিক দলও এ বিষয়ে তৎপর রয়েছে। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল