শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন হলে নতুন করে তিনজন হাউজ টিউটর নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী সাক্ষরিত তিনটি চিঠি থেকে এই বিষয় নিশ্চিত হওয়া গেছে।
শেখ হাসিনা হলে হাউজ টিউটর হিসেবে নইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান নিমনী, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউজ টিউটর হিসেবে আইসিটি বিভাগের প্রভাষক কাশমী সুলতানা, কাজী নজরুল ইসলাম হলের হাউজ টিউটর হিসেবে মার্কেটিং বিভাগের প্রভাষক আফজাল হোসাইনকে নিয়োগ দেয়া হয়েছে।
চিঠি অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের ৬ মে থেকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সময় জার্নাল/এলআর