নিজস্ব প্রতিবেদক:
প্রতিমাসে আইনজীবীদের জন্য সেমিনার আয়োজনের কথা জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। আইনজীবীদের নিয়ে অনুষ্ঠিত ‘এথিক্স এন্ড মোরাল ভ্যালুজ ইন লিগাল প্রফেশন এন্ড জুডিশিয়াল রিভিউ (রিট)’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সেমিনারের বিষয়গুলো গতানুগতিক না রেখে অন্যরকম করার চেষ্টা করবো আমরা এবং সেক্ষেত্রে আমি আমাদের মাননীয় বিচারপতি যারা আছেন সবার সহযোগীতা কামনা করবো।
সোমবার (৬ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়াম এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।
সেমিনারে এথিক্স এন্ড মোরাল ভ্যালুজ ইন লিগাল প্রফেশন সেশনে স্পিকার হিসেবে ছিলেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম; এবং বিচার বিভাগীয় পর্যালোচনা (রিট) সেশনে স্পিকার ছিলেন বিচারপতি নাইমা হায়দার।
এমআই