মেহরাজ হোসেন, চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়নের কেন্দ্র এজেন্টকে মারধর করে বের করে দেয়ার অভিযোগ উঠেছে ঘোড়া প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার (৮ মে) সকালে উপজেলার বড়তাকিয়া জাহেদীয়া দাখিল মাদরাসার ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মারধরে অভিযোগ এনে চিফ এজেন্ট এস এম সরোয়ার উদ্দিন বলেন, আমরা ১০ জন এজেন্ট ছিলাম। খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাবিব হাসান কেন্দ্রে প্রবেশ করে আমাদের এজেন্টদের বের করে দেন।এখন আমরা ২ জন কেন্দ্রে আছি।
কেন্দ্রের উপ-সচিব মোহাম্মদ ওয়াসিম জানান, আমরা ১০ বুথের এজেন্টরা এসেছিলাম৷ ঘোড়া প্রতীকের সমর্থক খইয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব,যুবলীগ নেতা মহিউদ্দিন আমাদের এজেন্ট কার্ড ছিড়ে ফেলে৷ আমাদের টেনে হিচড়ে বের করে দেয়।
বড়তাকিয়া জাহেদিয়া মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওমর ফারুক জানান, সকালে যেসকল এজেন্ট এসেছে তারা কেন্দ্রে আছে৷ কেউ যদি চলে যায় এখানে আমার কিছু করার নাই৷ কেন্দ্রে ভোট সুষ্ঠ হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা আমার জানা মতে হয়নি৷
জাহেদীয়া দাখিল মাদরাসায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, আমি সকাল থেকে এখানে অবস্থা করছি এখনে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।
এমআই