শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে ১ম ধাপের ৪ উপজেলার নির্বাচনী চিত্র

বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
খাগড়াছড়িতে ১ম ধাপের ৪ উপজেলার  নির্বাচনী চিত্র

দেব প্রসাদ ত্রিপুরা: 

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১ম ধাপে ( ৮ মে ) অনুষ্ঠিত  উপজেলা পরিষদ নির্বাচনে চার উপজেলার মধ্যে তিনটির চুড়ান্ত বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। লক্ষীছড়ি উপজেলায় কেন্দ্র দখলের  চেষ্টার ঘটনায় ২ টি কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে। 

চুড়ান্ত ফলাফল ঘোষিত ৩ উপজেলার মধ্যে- মাটিরাঙ্গা উপজেলার মোট ভোটার ৯০,৩৮২ জন এবং ভোটকেন্দ্র ৩৬ টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কৈ মাছ প্রতীকে মোঃ আবুল কাশেম ভূইয়া, প্রাপ্ত ভোট ১৯,২০৫ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন  ১০,৮২১ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চশমা প্রতীকে ১২,৯৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলী হোসেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল মিয়া    তালা প্রতীকে পেয়েছেন ১০,৩০১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে আমেনা বেগম ১৯,৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী  মনোয়ারা বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ১০,৯০৭ ভোট। 

রামগড় উপজেলার মোট ভোটার ৪৬,৭১৯  জন এবং ভোটকেন্দ্র ২০ টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকে বিশ্ব ত্রিপুরা, প্রাপ্ত ভোট ১৩,৮৪৩ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদের  দোয়াত কলম প্রতীকে পেয়েছেন  ৮,৪৪৭ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চশমা প্রতীকে ১০,৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন বাদশা।  নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন  টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪,৪১৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আহসান নিলা প্রজাপতি  প্রতীকে ১৬,০০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিনা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ৭,৫৬৩ ভোট।
 
মানিকছড়ি  উপজেলার মোট ভোটার ৫৫,০৭৪  জন এবং ভোটকেন্দ্র ২১ টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকে মো: জয়নাল আবেদীন, প্রাপ্ত ভোট ২২,৪৬২ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম  দোয়াত কলম প্রতীকে পেয়েছেন  ৬,৩৬১ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মাইক প্রতীকে ১০,২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চলাপ্রু মারমা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সামাউল ফরাজী  টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৯,৫২১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরজাহান আফরিন লাকী হাঁস প্রতীকে ১৭,৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহেলা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ১১,০৬০ ভোট। 

লক্ষীছড়ি  উপজেলার মোট ভোটার ২১,৭২২  জন এবং ভোটকেন্দ্র ১৩ টি। এ উপজেলায় ঘোষিত ১১ টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে  আনারস প্রতীকে ১২৬ ভোটে এগিয়ে আছেন সাথোয়াই অং মারমা। তার প্রাপ্ত ভোট ৬,১৭০ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুপার জ্যেতি চাকমা কৈ মাছ প্রতীকে পেয়েছেন  ৬,০৪৪ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৬,৭৩৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজেন্দ্র চাকমা  চশমা  প্রতীকে পেয়েছেন ৪,২৪৩ ভোট। দুজনের মধ্যে ব্যবধান ২,৪৯৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অয়ক্রই প্রু মারমা ফুটবল প্রতীকে ৬,২০২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনুচিং মারমা পদ্মফুল প্রতীকে পেয়েছেন ৫,২২৩ ভোট। দুজনের মধ্যে ব্যবধান ১০৭৯ ভোট। 

উল্লেখ্য, লক্ষীছড়ি উপজেলার স্থগিত হওয়া যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ২ টিতে ভোটার রয়েছে ৫,৬৩৬ জন। এই ভোটারদের হাতেই এখন চাবিকাঠি। ৫০ শতাংশ ভোট কাস্টিং হলেও যে কোন প্রার্থীর গণেশ উল্টে যেতে পারে। তাই খুব সর্তকতার সাথে সামনে এগোতে হবে প্রার্থীদের।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল