নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সমিতির সম্পাদক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের নেতৃত্বে শনিবার (০৫ মে) এ শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদদের উদ্দেশ্য দোয়া ও মোনাজাত করেন আইনজীবীরা। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যকরী কমিটির সদস্য বৃন্দ সহ প্রায় ছয় শত সদস্য উপস্থিত ছিলেন।
এদিন সকাল ৮টায় আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন আইনজীবীরা। সমিতির সদস্যরা টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা ১ মিনিট নীরবতা পালন করে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।
পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে সই করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সম্পাদক।
এমআই