সময় জার্নাল ডেস্ক:
‘‘টোটাল এস্থেটিক” নামে একটি বিউটি কেয়ার সেন্টার সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। রাজধানীর ধানমন্ডির নিজাম সংকর প্লাজার ৪র্থ তলায় অবস্থিত এই সেন্টারের উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
গত শুক্রবার প্যান প্যসেফিক সোনারগাঁও হোটেলে ২য় তলার হলরুমে কেক কেটে এই বিউটি কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন নায়িকা অপু বিশ্বাস।
অনুষ্ঠানে ‘‘টোটাল এস্থেটিক” বিউটি কেয়ার সেন্টারের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানে মতবিনিময় করেন বার্ণ এন্ড প্লাষ্টিক বিশেষজ্ঞ ডা: শরীফুল ইসলাম শরীফ, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি, মুজিব আহমেদ পাটোয়ারী, প্লাষ্টিক সার্জারী বিশেষ ডা: শারমীন জোয়ার্দার, ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠাণের চেয়ারম্যান নার্গিস বেগম, পরিচালক পান্না আক্তার ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম হোসেন।
এই সেন্টারে যেসব এস্থেটিক চিকিৎসা দেয়া হয় তার মধ্যে আছে, ব্রেস্ট অগম্যানটেশন, ব্রেস্ট ইনপ্ল্যান্ট, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, চিন অগম্যানটেশন, রাইনোপ্লাষ্টি এবং এ্যাবডোমিনোপ্লাষ্টি।
অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের অভিজ্ঞতার আলোকে এস্থেটিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি এই প্রতিষ্ঠানের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
সময় জার্নাল/এলআর