ইবি প্রতিনিধি:
বিরল ভ্যাসকুলাইটিস রোগে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামিয়া আক্তার ফুল নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. সজীব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত সামিয়া আক্তার ফুলের গ্রামের বাড়ি পাবনা জেলায়। পরিবারে তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। জানা যায়, সামিয়া তার ব্যাচের মধ্যে মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী। এছাড়াও কিছুদিন আগে তার বাগদান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সামিয়ার সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, সর্বপ্রথম ২০২০ সালে সামিয়ার এই রোগটি ধরা পড়ে। পরে এক বছর চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হন। কিন্তু গত ছয় মাস আগ থেকে আবার অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ রমজান মাসে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েন তিনি। তার কফের সঙ্গে রক্ত আসা, কিডনি, হার্টসহ শরীরের প্রতিটি অর্গানে জটিলতা দেখা দেয়।
বিভাগের সভাপতি ড. সজীব আলী বলেন, ‘বেশ কিছুদিন আগে মেয়েটি অসুস্থ থাকায় আমার নিকট থেকে ছুটি নিয়েছিল। তবে আজ তার মৃত্যু সংবাদ শুনতে হবে এর জন্য প্রস্তুত ছিলাম না। আমরা বিভাগের সকলেই তার জন্য শোকাহত। সে ওই ব্যাচের ফাস্টগার্ল ছিল।’
এমআই