শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

৬৬৫১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্প অনুমোদন

সোমবার, জুন ৭, ২০২১
৬৬৫১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার (৮ জুন) প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, ১০টি প্রকল্পের জন্য অনুমোদিত প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকার মধ্যে ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা দেবে সরকার। বাকি ৭৯৮ কোটি ৩ লাখ টাকা আসবে সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে এবং ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা আসবে বিদেশি ঋণ থেকে।

অনুমোদিত ১০ প্রকল্পের মধ্যে নয়টি নতুন এবং একটি সংশোধিত।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল