আরমান হোসেন, হাবিপ্রবিঃ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( হাবিপ্রবি) মার্কেটিং বিভাগ কর্তৃক আয়োজিত মার্কেটিং প্রিমিয়ার লীগ সীজন -২ এর শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০ টায় শেখ রাসেল হল মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।
উক্ত প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন ঘোষণা করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দিন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোঃ সহিদ-উজ-জামান, লেকচারার মোঃ আসাদুজ্জামান বাবু, কাজী মোঃ ইউসুফ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এবং খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দিন বলেন, খেলাধুলা শরীর চর্চার একটা অংশ। খেলাধুলার কারণে মনও চাঙ্গা থাকে এর ফলে পড়াশোনায় আরও অতিরিক্ত মনোযোগ দেওয়া সম্ভব। শুধুমাত্র পড়াশোনায় না খেলাধুলোর মাধ্যমেও ডিপার্টমেন্টকে পরিচিত করা যায়। এখান থেকে কেউ জাতীয় পর্যায়ে খেললে তা আমাদের জন্য গৌরবের। তিনি প্রত্যাশা করে আরো বলেন, মার্কেটিং বিভাগ থেকে কেউ একদিন জাতীয় পর্যায়ে খেলবে এবং দেশের বুকে হাবিপ্রবি এবং মার্কেটিং বিভাগের নাম উজ্জ্বল করবে। আগামী দিনে শুধু ক্রিকেট নয় ফুটবল সহ অন্যান্য খেলার আয়োজনেও মার্কেটিং বিভাগ শিক্ষার্থীদের পাশে থাকবে।
উদ্বোধনের পরপরই অনুষ্ঠিত হয় এসি ডিসি থান্ডার্স বনাম গ্র্যান্ড গার্ডিয়ান্স মধ্যকার ম্যাচ। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ পর্যন্ত এসিডিসি থান্ডার্স ১৩ রানে পরাজিত করেন গ্র্যান্ড গার্ডিয়ান্সকে।
এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এসি ডিসি থান্ডার্সের অধিনায়ক মিজান। এতে তারা ১২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫১ রান সংগ্রহ করেন। জবাবে গ্র্যান্ড গার্ডিয়ান্স ১২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৮ রান সংগ্রহ করে। যার ফলে শেষ পর্যন্ত ১৩ রানে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয় গ্র্যান্ড গার্ডিয়ান্সকে।
উক্ত ম্যাচে লেকচারার মোঃ আসাদুজ্জামান বাবু ও সাকিবকে যৌথভাবে ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত করা হয়।
দিনের দ্বিতীয় ম্যাচে মার্কেটিং সুপার ওয়ারিয়র্সকে ৯ উইকেটে পরাজিত করে বড় জয় তুলে নেয় ভাইকিংস।
মার্কেটিং সুপার ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভার ৩ বলে সবগুলো উইকেট হারিয়ে ৮৩ রান করে।বিপরীতে ভাইকিংস ১ উইকেট হারিয়ে মাত্র ৪ ওভার ২ বলে ৮৬ রান করে তাদের প্রথম খেলায় প্রথম জয় তুলে নেয়।
এমআই