ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধুর প্রতিকৃতি 'মৃত্যুঞ্জয়ী মুজিব' মুর্যালে পুষ্পস্তবক অর্পন করে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শনিবার (১৮ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
এসময় তার সাথে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. কে এম মাসুদ রুমী, এ্যাড. বি এম আব্দুর রওফেল, সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সম্পাদক সিনিয়র এডভোকেট শাহ মনজুরুল হক, সাবেক সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু, কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতান ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে আসেন অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সম্পাদক। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
এমআই