জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু উপজেলায় গুলিতে ইউপিডিএফ’র দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বড় হাড়িকাবার ভালেদিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক (৪৫) এবং সমর্থক ধন্য মনি চাকমা (৩৫)। বিদ্যাধন চাকমা লংগদু উপজেলার কাট্টলী কুকিছড়া গ্রামের সময় মনি চাকমার ছেলে। ধন্য মনি চাকমা বড় হাড়িকাবার ধুধুকছড়া গ্রামের লেংগ্যা চাকমার ছেলে।
হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করছে ইউপিডিএফ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফ দাবি করে বলে, হামলায় নেতৃত্ব দেন পোয়া চাকমা ওরফে আপন (৩২)। আপন বড় হাড়িকাবার পাশের কুট্টছড়ি গ্রামের লক্ষ্মী মনি চাকমার ছেলে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা জানান, জেলার লংগদুতে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। সন্তু গ্রুপের সাতজন সশস্ত্র সন্ত্রাসী সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক (৪৫) এবং সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) নিহত হন।
তবে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে জেএসএস।
রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, লংগদুতে সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। ওসি ঘটনাস্থলে যাচ্ছে। ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
এমআই