শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মোড়েলগঞ্জে ৩৩ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

মঙ্গলবার, জুন ৮, ২০২১
মোড়েলগঞ্জে ৩৩ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে ৩৩ হাজার শিশু পাচ্ছেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুয়ায়ী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, এ উপজেলায় ৩৮৪টি ইপিআই কেন্দ্রের এফডবিউএ, হেলথ এ্যাসিসট্যান্ড, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবক কর্মী প্রতিটি ব্লকে ২জন করে মাঠ কর্মী ৬মাস থেকে ১১ মাস পর্যন্ত ৩ হাজার ২শ’ শিশুকে একটি করে নীল ক্যাপসুল ও ১১ মাস থেকে ৫ বছর বয়সী ৩০ হাজার ১শ’ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

বুধবার হোগলাপাশা ইউনিয়ন পরিষদে অস্থায়ী ক্যাম্পে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না। সহকারি স্বাস্থ্য পরিদর্শক হিরেনময় মলঙ্গী, এইচএ মঞ্জু রানী, এফডবিøউ জোসনা রানী সোমাদ্দার, হোগলাপাশা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা দেবাশিষ মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।    
 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা দিপক কুমার রায় বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এবারে স্বাস্থ্যবিধি মেনে তাদের মাঠ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম অব্যাহত  রেখেছেন। দুই সপ্তাহের মধ্যে টার্গেট সম্পন্ন করা হবে এ কর্মকর্তা জানিয়েছেন। 

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল