এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ:
বাগেরহাটের মোরেলগঞ্জে ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের পদচারনায় মূখরিত গ্রাম গঞ্জের পাড়া-মহল্লা, ছোট বড় হাট বাজার, হোটেল, রেস্তোরা ও চায়ের দোকান। প্রতিদিন নির্বাচনী প্রচার-প্রচারণা, সংক্ষিপ্ত পথসভা, বিভিন্ন হাট বাজারে গণসংযোগ করছেন প্রার্থীরা। শনিবার বিকেল ৪টায় পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, তরুন উদীয়মান নুতন প্রজন্মের সকলের কাছে পরিচিত মুখ সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান (চশমা) প্রতীক প্রার্থী মো. রাসেল হাওলাদার ও সাবেক ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের সভানেত্রী (কলস) প্রতীকের
আজমিন নাহার।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরণ ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল, বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী খান, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান শেখ, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, যুবলীগ নেতা এ্যাড. তাজিনুর রহমান পলাশ, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বিপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহিউদ্দিন মইনুল, পারভেজ হাওলাদার, আব্দুল লতিফ হাওলাদার, শাহিন হাওলাদার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলী, আওয়ামী লীগ নেতা কাজী সরোয়ান হোসেন, মিল্টন শেখ মিলু, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পঞ্চকরণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আকবর শেখ। পথসভা শেষে ইউনিয়নের পাঁচগাও বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ৩ প্রার্থী।
এর পূর্বে আব্দুল আজিজ মোমোরিয়াল বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভা করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের মো. রাসেল হাওলাদার। এবারে এ উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ৩১২ জন, মহিলা ১ লাখ ২৭ হাজার ৯৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২জন। ২৯ মে নির্বাচনে ১১১টি ভোট কেন্দ্রে ৬৪৯টি বুথে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এমআই