শাহেদ আহম্মদ, শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিশ্ব মৌমাছি দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ২০ মে (সোমবার) "Bee Engaged With Youth" প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি অনুষদের সভাকক্ষে কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ আলি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট মৌ-বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মাদ সাখাওয়াৎ হোসেন।
সারা দেশ থেকে শীর্ষস্থানীয় মৌচাষি, কীটতত্ত্ব বিভাগের শিক্ষকবৃন্দ এবং পোস্টগ্রাজুয়েট ছাত্র-ছাত্রীবৃন্দ উক্ত সভায় অংশগ্রহণ করেন। সভায় শীর্ষস্থানীয় মৌচাষিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং তরুণদের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তরুণ উদ্যোক্তারা তাদের উদ্দীপনা ও আগ্রহ প্রকাশ করেন এবং মৌমাছি চাষে তাদের ভবিষ্যত পরিকল্পনার কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, শুধু মধু উৎপাদনেই নয়, পরাগায়নে মৌমাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের বিভিন্ন দেশে কীট পতঙ্গ কমে যাওয়ায় পরাগায়নের জন্য পার্কে মৌমাছি ছেড়ে দেওয়া হয়। সুতরাং মৌমাছি ছাড়া আমাদের উৎপাদন হ্রাস হয়ে যাচ্ছে এবং যাবে। তাই একে অবহেলা করার সুযোগ নেই। আমি মনে করি, মৌমাছি দিবসের এই অনুষ্ঠান আরও বড় পরিসরে সারা দেশে হওয়া দরকার।
২০১৮ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ২০ মে বিশ্ব মৌমাছি দিবস পালিত হয়ে আসছে। ১৭৩৪ সালের এই দিনে জন্মেছিলেন অ্যান্টন জনসা। স্লোভেনীয় মৌমাছি পালক অ্যান্টন জনসাকে আধুনিক মৌমাছি পালনের জনক বলা হয়। তাই তার জন্মদিনেই পালিত হয় বিশ্ব মৌমাছি দিবস।
সময় জার্নাল/এলআর