মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় গৌতম চৌহান নামের এক ভারতীয় পাসপোর্ট-যাত্রীর ব্যাগ থেকে মদ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত গৌতম চৌহান ভারতের হিলি থানার বৈকন্ঠপুর গ্রামের মনু লাল চৌহান এর ছেলে।
আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে ভারত থেকে ওই যাত্রী বাংলাদেশে প্রবেশ করে। এসময় কাস্টম সদস্যরা তার কাছে থাকা লাগেজ তল্লাসী করে চকলেটের বক্স ও আটার প্যাকেট থেকে ৬ বোতল মদ জব্দ করে।
এবিষয়ে ওই পাসপোর্ট যাত্রী গৌতম চৌহান বলেন, ভারত হিলির প্রদীপ নামের এক যুবক আমাকে মদের বোতল গুলো দিয়েছিল আনিস নামের বাংলাদেশী একজনকে দেয়ার জন্য। এর বিনিময়ে সে ৭শ টাকা পেত।
গৌতম চৌহান জানায়, সে দীর্ঘদিন ধরে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ব্যাগেজ পদ্ধতিতে বিভিন্ন মালামাল বাংলাদেশে নিয়ে আসে এবং বাংলাদেশে মালামাল গুলো দিয়ে আবারও ভারতে ফিরে যায়।
এ বিষয়ে হিলি কাস্টমসের উপ-কমিশনার বায়জিদ হোসেন জানান, আজকে বিকালে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ থেকে পাঁচ বোতল মদ উদ্ধার করা হয়। সে যেহেতু ভারতীয় পাসপোর্ট যাত্রী মদগুলো জব্দ করা হয়েছে। কাস্টমসের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হিলি কাস্টমসের উপ কমিশনার বায়জিদ হোসেন বলেন, মুচলেকা নিয়ে ওই পাসপোর্ট যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া মাদকগুলি কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমআই