ইবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের অন্তর্ভুক্ত করে অর্থমন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ এবং তাদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তনের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।
রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। পাশাপাশি দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালনেরও হুঁশিয়ারী দেওয়া হয়।
মানববন্ধনে সর্বজনীন পেনশন স্কিমকে একপেশে ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে শিক্ষকরা বলেন, পূর্বে যারা ষড়যন্ত্র করেছে, সার্বজনীন পেনশন স্কীমের ক্ষেত্রেও তারাই ষড়যন্ত্র করছে। তারা চায় বিশ্ববিদ্যালয়ে যেন মেধাবী শিক্ষকরা না আসে। তারা চায় বিশ্ববিদ্যালয়ে যত অযোগ্য শিক্ষক আসবে বিশ্ববিদ্যালয়গুলো ততো সহজে নিয়ন্ত্রণ করা যাবে। প্রধানমন্ত্রী যখন পেনশন স্কীম চালু করে তখন এই প্রত্যয় স্কীম ছিলো না। হঠাৎ করেই ষড়যন্ত্রমূলকভাবে এটা যুক্ত করা হয়েছে। প্রশাসনের ঘাপটি মেরে থাকা দেশদ্রোহী কুচক্রী মহল ষড়যন্ত্র মূলকভাবে এসব কাজ করেছে।
তারা আরও বলেন, অন্যায় ভাবে ষড়যন্ত্র করে এই প্রত্যয় স্কীম যুক্ত করা হয়েছে। অনতিবিলম্বে এটি প্রত্যাহার করে নিতে হবে। যদি প্রত্যাহার করা না হয়, তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শুধু মানববন্ধনেই সীমাবদ্ধ থাকবে না। আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় মানববন্ধনে ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এমআই