নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী কলেজের ১৭ নং গ্যালারী কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন, নিজেদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে, তাহলেই সফল হওয়া সম্ভব।
কলেজ উপাধ্যক্ষ ড. মোঃ ইব্রাহিম আলী বলেন, জ্ঞানের চর্চা করতে হবে এবং নিয়মিত সংবাদপত্র পড়তে হবে, তবেই তোমরা যোগ্য হয়ে উঠবে।
এছাড়াও এসৃয় আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জি. এম. নুরুন্নবী এবং সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইভেন্ট সেক্রেটারি নূর, জয়েন্ট সেক্রেটারি জিসান আলি, সাবেক জেনারেল সেক্রেটারি সাকিব আহমেদ শাওন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রান্ত কুমার।
বর্তমান প্রেসিডেন্ট মোঃ যোবায়ের আহমেদ, ভাইস প্রেসিডেন্ট উম্মে নাইম নিরালা, জেনারেল সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনসহ ক্লাবের সকল নির্বাহী সদস্য ও বিভিন্ন ক্লাবের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এমআই