হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ওয়ারেন্ট ভুক্ত বিভিন্ন মামলার আসামি সহ মাদক সেবন ও বিক্রির অভিযোগ ১৮ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। গত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হাকিমপুর থানা পুলিশের অফিসার ইন-চার্জ দুলাল হোসেন জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে এবং বিভিন্ন ওয়ারেন্ট ভুক্ত ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের আজ রবিবার দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। চলমান মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি।
এমআই