মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে সরাসরি কৃষকদের কাছ থেকে চলতি মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচীত করা হয়েছে।
উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে উন্মুক্ত লটারীর মাধ্যমে এই কৃষক নির্বাচন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক নির্বাচিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, হিলি এলএসডি গুদাম কর্মকর্তা জোসেফ হাসদা সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলার ১১হাজার ৪৪০জন কার্ডধারী কৃষকের মধ্য থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে ২৫৭ জন কৃষক নির্বাচীত করা হয়। নির্বাচীত প্রত্যেক কৃষক ৩ টন করে ধান খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন।
৩২টাকা কেজি দরে উপজেলার ৭৭২মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। ২৩ শে মে থেকে শুরু হয়ে আগামী ৩১ শে আগষ্ট পর্যন্ত চলবে এই ধান ও গম সংগ্রহ অভিযান।
সময় জার্নাল/এলআর