মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন হোমিও চিকিৎসক বেলাল হোসেন। তিনি পৌর এলাকার নবগ্রাম কোণাপাড়ার মরহুম আবদুল লতিফের ছেলে।
নিজ বাড়িতেই ‘সাব্বির এগ্রো’ নামে তার মালিকানাধীন একটি গরুর খামার রয়েছে। খামারের গরু দেখভাল করার জন্য রয়েছে দু’জন শ্রমিক। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাব্বির এগ্রো ফার্মে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে গরু।
জানা গেছে, ডাঃ বেলাল হোসেন ২০০৬ সালে তিনটি গরু নিয়ে খামারের কার্যক্রম শুরু করেন। ধীরে ধীরে লাভবান হয়ে খামার বড় করতে থাকেন। প্রতি সপ্তাহে একটি করে গরু কেনা অব্যাহত রেখেছেন। তিনি প্রতি বছর গরু বিক্রি করে লাভবান হচ্ছেন।
বেলাল হোসেন জানান, হোমিও চিকিৎসার পাশাপাশি গরু পালন করে লাভবান হয়েছি। তবে সিন্ডিকেটের কারণে খাবারের মূল্য বেশি হওয়ায় অনেক পুঁজি প্রয়োজন। সরকার কৃষিখাতের মতো এ খাতে কম সুদে ঋণ দিলে যুবকেরা গরু পালনে আগ্রহী হতো। তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গরু পালনে আগ্রহীদের কম সুদে ঋণ দেয়ার আহ্বান জানান।
চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নাহিদ হাসান বলেন, ‘প্রাকৃতিক উপায়ে গরু লালন-পালন করে সহজেই স্বাবলম্বী হওয়া যায়’।
সময় জার্নাল/এলআর