এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের দুই মাস পর নির্মাণাধীন ভবনের মাটির নিচ থেকে বিপ্লব মাতুব্বর নামের এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) বিকেলে নগরকান্দা থানা পুলিশ ও সিআইডির একটি দল উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বরের নির্মানাধীন ভবনের পাশে পুতে রাখা কংকালটি উদ্ধার করে।
উদ্ধারকৃত কঙ্কালটি উপজেলার ডাংগী ইউনিয়নের যদুরদিয়া গ্রামের শামচু মাতুব্বরের ছেলে বিপ্লব মাতুব্বরের বলে নিশ্চিত করেছে নিহতের পরিবার।
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, ইজিবাইক চালক হত্যাকান্ডে জড়িতদের ধরতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
সময় জার্নাল/এলআর