নিজস্ব প্রতিনিধি:
আগামী অক্টোবরেই প্রস্তুত হচ্ছে সর্বাধুনিক যাত্রী সেবার সুবিধা নিয়ে তৈরি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।
বিমানবন্দরের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বৃহস্পতিবার (৩০ মে) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি দেখতে এসেছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। টার্মিনাল পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বেবিচকের চেয়ারম্যানও এ সময় কথা বলেন।
এ সময় বিমানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল কবে নাগাদ তৃতীয় টার্মিনাল চালু হবে। তবে এ বিষয়ে তিনি সুস্পষ্ট করে কোনো দিনক্ষণ উল্লেখ করেননি।
এর আগে গত বছরের অক্টোবরে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চোখ ধাঁধানো এই টার্মিনালকে কেন্দ্র করে পাল্টে যাবে দেশের বিমান চলাচল খাতের চেহারা। আধুনিক প্রযুক্তি সম্বলিত এই টার্মিনালের কারণে এরই মধ্যে বিশ্বের বহু এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে।
নান্দনিক নির্মাণশেলী ও অত্যাধুনিক প্রযুক্তির এই টার্মিনাল বাংলাদেশকে বিশ্বের দরবারে চেনাবে নতুন করে। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল ১ ও টার্মিনাল-২ এর তুলনায় এর আয়তন দ্বিগুণেরও বেশি। আগের দুটি টার্মিনালের আয়তন এক লাখ বর্গমিটার। আর তৃতীয় টার্মিনালের আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার।
বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের নকশা করে পৃথিবীব্যাপী খ্যাতি অর্জনকারী স্থপতি রোহানি বাহারিন এই টার্মিনালের নকশা তৈরি করেছেন।
সময় জার্নাল/এলআর