সাইদ আহম্মদ, শেকৃবি প্রতিনিধি:
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ, টেন্ডারবাজি, একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত উত্থাপিত অভিযোগ গুলোকে আমলে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার (৩০ মে) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানের সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ কে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য এক সদস্য এবং সদস্যসচিব হলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক এবং ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ পরিচালক মো: গোলাম দস্তগীর।
অফিস আদেশে বলা হয়েছে, উত্থাপিত অভিযোগ তদন্তপূর্বক কমিটি দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ সংবলিত একটি প্রতিবেদন কমিশন কর্তৃপক্ষের নিকট দাখিল করবে, তদন্তের স্বার্থে কমিটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যে কোনো নথি, নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো ডকুমেন্টস ও আনুষঙ্গিক কাগজ-পত্র পরীক্ষা-নিরীক্ষা করাসহ তার অনুলিপি সংগ্রহ করতে পারবে। কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
জানতে চাইলে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান জাগো নিউজকে বলেন, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে ইউজিসিতে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের বিষয় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবে কমিটি।
জানাগেছে, গত ১৬ মে উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শেকৃবির সব ধরনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে ইউজিসি সাথে সাথে পাঁচ কর্মদিবসের মধ্য অভিযোগুলোর উত্তর দিতে বলা হয়েছিলো শেকৃবি প্রশাসন কে। সর্বশেষ অনিয়ম তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে বিষয়গুলোর ব্যাখ্যাসহ জবাব দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ইউজিসি নেবে।
সময় জার্নাল/এলআর