খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত বুধবার ২৯ মে ৬৪টি কেন্দ্রের ৪৩৪টি বুথে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে খুশি তাঁরা। তবে প্রথমবারের মতো হলেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে কোনো অসুবিধা হয়নি বলে জানান তাঁরা।
সকালে রামু মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় তরুণ ভোটার মো: আবীররের সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম ইভিএমে ভোট দিয়েছি। প্রথমে শঙ্কায় ছিলাম। তবে পরে মনে হচ্ছে খুব সহজ একটি পদ্ধতি। ইভিএমে ভোট দিতে পেরে অনেক খুশি।’
ভোট দিতে আসা পঞ্চাশোর্ধ্ব ছৈয়দ আলম বলেন, ‘প্রথম ভোট দিলাম মেশিনে। প্রথমে ডর লাগছিল, এখন ভালো লাগছে ভোট দিতে পারায়।’
রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন, রামুতে কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা সংগঠিত হয়নি। নির্বাচনে উপজেলার এগারটি ইউনিয়নের ৬৪ ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো। ভোটগ্রহণ চলাকালে সার্বক্ষণিক মাঠে ছিলেন এগারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি মাঠ পর্যায়ে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত ছিলো বিপুল সংখ্যক বিজিবি, র্যাব ও পুলিশ সদস্য।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মহি উদ্দিন জানিয়েছেন, রামু উপজেলা পরিষদ নির্বাচনে এবার মোট ভোটার ছিলো ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ১২৫ এবং মহিলা ভোটার ৮৭ হাজার ৮২৬ জন। উপজেলার এগার ইউনিয়নে ৬৪টি ভোট কেন্দ্রের ৪৩৪টি ভোট কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। প্রথমবার রামু উপজেলায় ইভিএমে ভোট দিতে পেরে উৎফুল্ল ছিলো ভোটাররা।
সময় জার্নাল/এলআর