নিজস্ব প্রতিনিধি:
আগামীকাল ১ জুন শনিবার বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আজ শুক্রবারের (৩১ মে) পর থেকে আর কোনো বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এ অবস্থায় শ্রমবাজার বন্ধের শেষ সময়ে বিশেষ ফ্লাইটে মালয়েশিয়া যাচ্ছেন ২৭১ যাত্রী।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. আল মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। ওই ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহন করার কথা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ফ্লাইটটির যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় অঙ্গীকারনামা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বায়রা প্রতিনিধি বিমানের মতিঝিল অফিসে পাঠাবে। ওই তালিকা অনুসারে বিমানের মতিঝিল অফিস থেকে নগদ অর্থে বিশেষ ফ্লাইটের টিকেট কিনতে পারবেন বায়রা প্রতিনিধি।’
কর্মী ভিসায় মালয়েশিয়া প্রবেশে আজ শেষদিন হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের চাপ বেড়েছে। এদিন সকাল থেকেই উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে যাত্রীদের মধ্যে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে মালয়েশিয়ায়গামী ৩টি ফ্লাইট। রাত পর্যন্ত ছেড়ে যাবে আরও ৪টি। এসব ফ্লাইটে যেতে পারবেন দেড় হাজার কর্মী।
জানা গেছে, যারা সরকারিভাবে মালয়েশিয়ায় ওয়ার্কার ভিসা (কর্মী ভিসা) পেয়েছেন তাদের এ বছরের ৩১ মে’র মধ্যে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে দেশটির সরকার। এ বিষয়ে গত ১৬ মে পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সবাইকে জানালেও বাংলাদেশে অবস্থানরত অনেক প্রবাসী কর্মী বিষয়টি জানতেন না।
পরে ২০ মে’র পর বিষয়টি জানাজানি হলে মালয়েশিয়ায় যাওয়ার তাড়াহুড়ো পড়ে যাওয়ায় ফ্লাইট সংকট দেখা যায়। ফলে অনেক প্রবাসীর মালয়েশিয়া যাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।
সময় জার্নাল/এলআর