ইসাহাক আলী, নাটোর : নাটোরে দুটি পৌরসভার লকডাউনের প্রথম দিন কঠোরভাবে পালিত হচ্ছে। কাঁচাপণ্য ,ঔষধ ও মুদি দোকান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। সন্দেহ জনক লোকজনকে রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তর সন্তোষজনক না হলে তাদের জরিমানা করা হচ্ছে।
আজ বুধবার সকাল থেকেই লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বিভিন্ন এলাকা পরিদর্শনে যান।
এদিকে গত ২৪ ঘন্টায় নাটোর হাসপাতালে করোনায় রমজান আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয় এবং ৪৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তের হার ৫০ শতাংশ।
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ গণমাধ্যমকে বলেন, ‘করোনার সংক্রমণ বৃদ্ধিতে সপ্তাহজুড়ে লকডাউন চলবে। তা বাস্তবায়ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য সহায়তার ব্যাবস্থা করা হচ্ছে।’
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, লকডাউনে লোকজন বাইরে বের হলে এর কারণ জ্ঞিাসাবাদ করা হচ্ছে এবং বাসায় অবস্থান করার কথা বলছি। সবাইকে বিনা প্রয়োজনে বাইরে না আসার অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধিতে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দেয় জেলা প্রশাসন।
সময় জার্নাল/আরইউ