নিজস্ব প্রতিবেদক:
`ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর` তবুও দিন দিন এর ব্যবহার বেড়েই চলেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ধূমপান বন্ধে সরকারের কাছে নানা সুপারিশ করা হলেও পুরোপরি রোধ করা সম্ভব হচ্ছে। তাই এমন পরিস্থিতিতে ধূমপান বন্ধে কার্যকরী উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন `ধূমপান মুক্ত বাংলাদেশ চাই` সোসাইটির সদস্যরা।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমান মোট জনগোষ্ঠীর ৪৮ শতাংশই তরুণ-তরুণী। তামাক নিয়ন্ত্রণে আইন যুগোপযোগী না করার কারণে তারা তামাকে আসক্ত হয়ে যাচ্ছে। এখনই তাদেরকে তামাকের আসক্ত থেকে ফেরানো না গেলে ভবিষ্যতে তামাকাসক্ত অসুস্থ প্রজন্ম দেশের অগ্রগতির হাতিয়ার না হয়ে বরং সমাজ ও অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে।
এদিন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিনা আলম কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও সিইও এবং এসকে সোস্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সামছুল আলম সুমন।
এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- গ্রীণ ল্যান্ড ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরুল ইসলামসহ আরও অনেকে।
এমআই