খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্থ্য কিন্ডার গার্টেন বিদ্যালয়ের শিক্ষকদেরকে আর্থিক প্রণোদনা ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে উপজেলা কিন্ডার পরিবারের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে উপজেলার ৬০ টি কিন্ডার গার্টেন বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষক শিক্ষিকা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
কিশোরগঞ্জ দারুন নাজাহ্ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল কাউয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও মিলেনিয়াম ষ্টারস একাডেমির অধ্যক্ষ আব্দুর রউফ। এ সময় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পাবলিক স্কুলের পরিচালক ফেরদৌস আলম, আহম্মেদ হোসেন মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেটের পরিচালক মর্তূজা হোসেন, সানরাইজ কেজি স্কুলের পরিচালক আব্দুল মতিন, পাড়ের হাট জ্ঞান বিকাশ কেন্দ্রের পরিচালক তরণী কান্ত রায়, ভেরভেরী আইডিয়াল স্কুলের পরিচালক আব্দুল আজিজ।
মানববন্ধনে সহমত পোষন করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফজলার রহমান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রেজা, সাবেক সাধরণ সম্পাদক ও অভিভাবক সদস্য হোসেন শহীদ সোহরাওয়ার্র্দী গ্রেনেট বাবু, সাহিত্য শিখা পরিষদের সভাপতি আজহারুল ইসলাম আল আজাদ প্রমূখ।
বক্তারা বলেন, দেশের শিক্ষার পিছনে অধিকাংশ বে-সরকারী ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান অপরিসীম। দীর্ঘ ১৫ মাস যাবত কিন্ডার গার্টেন বিদ্যালয় বন্ধ থাকার কারণে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অসহায় মানবেতর জীবন যাপন করছেন। অথচ সরকার দেশের কৃষক, শ্রমিক ও খামারীদের দফায় দফায় প্রণোদনা দিয়ে আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, আপনি যেভাবে ক্ষতিগ্রস্থ্য কৃষক, শ্রমিক ও খামারিদের সহযোগীতা করেছেন তাদের পাশাপাশি কিন্ডার গার্টেন শিক্ষকদেরকেও প্রণোদনার আওতায় নিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি। এসময় অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য জোর দাবী করেন বক্তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের হাতে স্মারকলিপি তুলে দেন কিন্ডার গার্টেন পরিবারের নেতৃবৃন্দ।
সময় জার্নাল/এমআই