মো. নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌর সভার নবনির্বাচিত মেয়র মো. গিয়াস উদ্দিন রুবেল ভাট, ৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর শপথ নিয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান চট্রগাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।
শপথ নেওয়া সাধারণ আসনের কাউন্সিলররা হলেন, ১ নং ওয়ার্ডের মো. আবু নাসের, ২ নং ওয়ার্ডের মো. মাহবুবুর রহমান, ৩ নং ওয়ার্ডের মো. ইউসুফ, ৪ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন বাহার, ৫ নং ওয়ার্ডের জাকির হোসেন, ৬ নং ওয়ার্ডের আইনুল কবীর, ৭ নং ওয়ার্ডের মেহেদী হাসান, ৮ নং ওয়ার্ডের মো. আবুল হোসেন, ৯ নং ওয়ার্ডের মো. খায়রুল আলম এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা হলেন, নাজমে আরা মনি, ফেরদৌসী বেগম ও শামছুন নাহার লিলি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রæয়ারী রায়পুর পৗরসভার মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছে। গত ২৫ মে নির্বাচন কমিশন সচিবালয় ওই পৌর সভার নির্বাচিত জনপ্রতিনিধিদের নামে গ্রেজেট প্রকাশ করে।
সময় জার্নাল/এমআই