গবি প্রতিনিধি
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে(গবি) দীর্ঘদিনের অপেক্ষার পর দেরিতে হলেও ধীরে ধীরে চালু হচ্ছে স্মার্ট ক্লাসরুম। আধুনিকতার ছোঁয়া পেতে শুরু করেছে এখানকার শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ ক্লাসের চেয়ে শিক্ষার্থীদের আকর্ষণ অনেক বেশি থাকে স্মার্ট ক্লাসে। তা পড়ুয়াদের উপভোগ্য হয়। ইউজিসির এক সমীক্ষায় উঠে আসে এই তথ্য। দেশ-বিদেশের প্রথম সারির অনেক বিশ্ববিদ্যালয়েই স্মার্ট ক্লাস রুমে পড়ানো হয়। গবির শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত স্মার্ট ক্লাস রুমের দাবি জানিয়ে আসছিল। শিক্ষার্থীদের সেই যৌক্তিক দাবি পূরণ করতে কাজ করছে বর্তমান প্রশাসন।
ইতিমধ্যে কয়েকটি অনুষদ ও বিভাগে চালু হয়েছে আধুনিক ক্লাস রুম ভেটেনারি, কৃষি, ফার্মেসি অন্যতম। খুব শীর্ঘই বাকি বিভাগ গুলোতেও চালু হতে যাচ্ছে স্মাট ক্লাস রুম। এতে করে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যে উচ্ছাস উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে।
আধুনিক এই ক্লাসরুম গুলো এক কথায় ই-ক্লাসরুম। এখানে থাকবে ইন্টারনেট সংযোগযুক্ত কম্পিউটার, প্রোজেক্টর, ডিজিটাল বোর্ড। থাকবে আধুনিক সাউন্ড সিস্টেম, টেলি-যোগাযোগ ব্যবস্থা।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থী মেহেদী হাসান সাকিব বলেন, মাল্টিমিডিয়া ক্লাসের ফলে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি । যেমন ,আগে শিক্ষকরা যখন কোন কিছু বুঝাতো তখন অনেক কিছুই বুঝা আমাদের জন্য কঠিন হয়ে যেত। পড়ার সাথে বাস্তব জ্ঞান অর্জন করা সহজ ছিল না । কিন্তু বর্তমানে মাল্টিমিডিয়া হওয়ার পরে বিভিন্ন স্লাইডের মাধ্যমে পড়া বুঝতে সহজ হয়ে উঠেছে এবং বিভিন্ন বাস্তব চিত্র ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে আমাদের জ্ঞান অর্জন করা সহজ করে তুলেছে ।
আধুনিক ক্লাস রুম সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড.আবুল হোসেন বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মাল্টিমিডিয়ার মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও একধাপ এগিয়ে যাবে। কঠিন টপিক গুলো শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবে। ইতিমধ্যে বিভিন্ন বিভাগে চাহিদা অনুযায়ী আমরা মাল্টিমিডিয়া সেটআপ করে দিয়েছি এবং পর্যায় ক্রমে সব বিভাগ এর আওতায় চলে আসবে।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পার হতে চললেও এখন পাঠদানে পুরোনো পদ্ধতি ছিলো ভরসা। বর্তমান প্রশাসন যুগের সাথে তাল মেলাতে বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম তারই অংশ।
আরইউ