বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

সোহরাওয়ার্দী উদ্যানে ১০ হাজার বই বিনিময় উৎসব অনুষ্ঠিত

শনিবার, জুন ৮, ২০২৪
সোহরাওয়ার্দী উদ্যানে ১০ হাজার বই বিনিময় উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সাহিত্যপিডিয়ার উদ্যেগে গতকাল শুক্রবার আয়োজিত হলো বই বিনিময় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় সাড়ে ১০ হাজার বই বিনিময় হয়েছে এ উৎসবে। দেশের বিভিন্ন স্থানের মানুষজন এই উৎসবে অংশগ্রহণ করেন। 

সাহিত্যপিডিয়া'র সহ-প্রতিষ্ঠাতা ইব্রাহীম নিরব জানান, 'উৎসবে আমাদের লক্ষ্য ছিল ৩০ হাজারেরও অধিক বই বিনিময়ের। কিন্তু, আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের আগেই উৎসবের সমাপ্তি ঘোষণা করতে হয়, তবুও প্রায় সাড়ে ১৬ হাজারের মতো বই বিনিময় হয়েছে। উৎসবে আমাদের নতুন সংযোজন ছিল লোকগান ও কাওয়ালী সংগীত; সাহিত্যের সাথে সংস্কৃতির মিশেল ঘটানো।'

সাহিত্যপিডিয়ার ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বই বিনিময় উৎসবে প্রধান অতিথি হিসেবে সঙ্গীতজ্ঞ, জ্ঞানতাপস ও মানবতাবাদী কবি প্রাকৃতজ শামীমরুমি টিটন বলেন 'তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। সাহিত্য, সংগীত ও সংস্কৃতি নিয়ে যে নতুন বোধোদয় তৈরী হচ্ছে তা ধরে রাখতে পারলে দ্রুতই বাংলাদেশের আমুল পরিবর্তন ঘটবে।' 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আজিজুর রহমান মিন্টু। এছাড়াও অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চিন্তাবিদ ও লেখক প্রফেসর আসিফ নজরুল, বাউল প্রচার সমিতির সভাপতি সঙ্গীতজ্ঞ আলম দেওয়ান; কবি শাহজাহান সাজু। সাংবাদিক গবেষক ও কবি ইমরান মাহফুজ বলেন, ' ঘরে পড়ে থাকা পুরনো বইটি দিয়ে নতুন বই নেয়ার আয়োজন তারুণ্যের উদ্যোগ, অসামান্য দরদী।। বই না যেন স্বপ্নের চিন্তা বিনিময়ে তরুণদের সঙ্গে আমাদের বড়োরা যুক্ত হলে আরও সুন্দর এবং গুছানো হতো আয়োজন। 

যে সময় কতিপয় মুক্তিযুদ্ধের কোটায় ফাঁকে দিয়ে এগিয়ে যেতে চায়, সে সময় আমাদের সাহিত্যাপিডিয়ার কর্মীরা সামাজিক মুক্তি নিয়ে কাজ করছে... এমন উদ্যোগ আশাবাদী করে। 

আরেকজন বিশেষ অতিথি লেখক ও সংগঠক নাজনীন মোসাব্বের বলেন, 'যারা এই আয়োজন করেছে তারা একেকজন যোদ্ধা। তাদের এই আয়োজন আমাকে কৈশোরের স্মৃতি নাড়া দিয়েছে। এটা চলতে থাকলে আরো অগণিত পাঠক তৈরী হবে।'

উৎসবে আসা সুরাইয়া সানজিদা জানান, 'বইমেলার বাইরে এটা একটা দারুণ আয়োজন। যে বইগুলো আমি পড়ে ফেলেছি, সেগুলোর বিনিময়ে অন্য বই নিতে পারছি। এটা ভালো একটি উদ্যোগ। দেশের সাহিত্য, বই, শিল্প, সংস্কৃতি ইতিহাস, ধর্ম ও রাজনীতি বাঁচাতে সর্বস্তরের মানুষদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন।' 

উৎসবে আগত এক পাঠক বলেন, 'সাহিত্যপিডিয়ার এই উদ্যোগের কথা ফেসবুক থেকে জানতে পারি। আর এখানে এসে অবাক হয়েছি। বই নিয়ে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। পুরনো বই পরিবর্তন করার এমন সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে।' 

সাহিত্যপিডিয়া'র প্রতিষ্ঠাতা বিপ্রতীপ শাহ তন্ময় বলেন, 'মাত্র ১৫ দিনের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন। এত দ্রুত এই আয়োজন করতে গিয়ে আমাদের অনেক বিপত্তি এসেছে, সেগুলো উতরে আমরা সফল একটি আয়োজন সাহিত্যপ্রেমীদের উপহার দিতে পেরেছি। এই আয়োজনে ৫০ জন তরুণ-তরুণী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। এরা সবাই সাহিত্য ও সংস্কৃতিকে ভালোবেসে কাজ করছে। সামাজিক মুক্তির অংশ হিসেবে এমন উদ্যোগে সবার সার্বিক সহযোগিতা এগিয়ে যেতে অনুপ্রেরণা দিচ্ছে।' 

সৃষ্টিশীল, বিচক্ষণ পাঠক তৈরির লক্ষে সর্বশ্রেণীর জন্য ২জুন ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় সাহিত্যপিডিয়া। সাহিত্যপিডিয়া এমন একটি সাহিত্যভিত্তিক সাংস্কৃতিক সংগঠন যেটা গড়ে তোলা হয়েছে— সাহিত্যের সাথে সম্পৃক্ত সকল কার্যক্রম ও সমাজ, সংস্কৃতি, ধর্মতত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, শিল্প, সঙ্গীত, দর্শন, ইতিহাস ইত্যাদি নিয়ে আলোচনা করার উন্মুক্ত ও উদার প্লাটফর্ম হিসেবে। 

বই বিনিময় উৎসব মূলত পঠিত বই দিয়ে অপঠিত বই বিনময় করা হয়। এই উৎসবের মূল লক্ষ্য হলো পাঠক ধরে রাখা এবং পাঠককে নতুন বই সম্পর্কে ধারনা দেওয়া। এখানে প্রায় ২০টি ক্যাটাগরি রাখা হয়েছিল উপন্যাস, ছোটগল্প, কবিতা, রাজনৈতিক, ধর্মীয়, সাইকোলজি, শিশুতোষসহ আরও অন্যান্য জনরা।

এছাড়া এই উৎসবের অন্যন্য সংযোজন ছিল  বইপ্রদর্শনী ও বিক্রয়ের একটি বিশেষ পয়েন্ট, যেখান দর্শনার্থীরা চাইলেই পছন্দের বই কিনে নিয়েছেন। সাংস্কৃতিক সংন্ধ্যা অনুষ্ঠানে সুলতান দেওয়ান ও তার দল পরিবেশন করেন লোকসংগীত এবং সিলসিলা ব্যান্ড পরিবেশন করে কাওয়ালী সংগীত।

আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল