মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সুদর উপজেলার দিঘন দ্বি-মূখী দাখিল মাদরাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষায় শতভাগ পাশকৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৯ জুন-২০২৪) সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুনির উদ্দীন আহাম্মেদ।
দিঘন দ্বি-মূখী দাখিল মাদরাসার সুপার মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ শাহজাহান আলী, কারী মোঃ ওয়াজ উদ্দীন, মাদরাসার সহকারী সুপার মাওলানা মোঃ আব্দুল মালেক, সহকারী শিক্ষক মাওলানা মোঃ আব্দুল আজিজ, মোঃ আবুল কালাম আহম্মদ, মোঃ আব্দুল জলিল, মোঃ ইউসুফ আলী, এবতেদায়ি প্রধান শিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাদরাসার সাবেক শিক্ষার্থী মুহাম্মদ ফরিদ উদ্দীনসহ মাদরাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালে দিঘন দাখিল মাদরাসা হতে ১৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সদর উপজেলায় ৩৪টি মাদরাসা ও ৭১টি বিদ্যালয়ের মধ্যে দিঘন দাখিল মাদরাসা ও দিনাজপুর বিকেএসপি এই দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
সময় জার্নাল/এলআর