মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন) আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ জুন-২০২৪) দুপুর আড়াইটায় দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠিত হয়।
আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক'র সভাপতিত্বে সভায় ব্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান রতন, আস্করপুর ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
পুষ্টি ও প্রকল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন) রেইনস প্রজেক্টের কনসাল্টেন্ট নীহার কুমার প্রামানিক।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা পশুসম্পদ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, উদ্যোক্তা ও ইউপি সচিব অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে ২১ সদস্যবিশিষ্ট গেইন প্রকল্পের আস্করপুর ইউনিয়ন পুষ্টি কমিটি গঠন করা হয়।
সময় জার্নাল/এলআর