রাইসা মেহজাবীন:
বাংলাদেশের তরুণদের সংসদীয় গণতন্ত্রের প্রতি উদ্বুদ্ধ করতে গত ০৮ই জুন, ২০২৪ ইয়ুথ পার্লামেন্টের আয়োজনে ও রাশিয়ান হাউসের সহযোগিতায় ৪৮ জন তরুণ মহান জাতীয় সংসদ পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর ও রাশিয়ান হাউসের প্রধান জনাব পাভেল দেভোয়চেনকভ এবং রাশিয়ান হাউজের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিস কারিনা ভাসিলেভা।
এছাড়াও উপস্থিত ছিলেন কুইন এলিজাবেথ কমনওয়েলথ ইয়ুথ লিডার, ইয়ুথ পার্লামেন্টের সভাপতি জনাব সরকার তানভীর আহমেদ এবং ডিউক অব এডিনবার্গ পুরষ্কার বিজয়ী সাধারণ সম্পাদক জনাব বিবেক মোর।
ইয়ুথ পার্লামেন্টের প্রতিনিধিদল সংসদে প্রবেশ করলে গাইড অত্যন্ত আন্তরিকতার সাথে জাতীয় সংসদের গ্রন্থাগার, মূল অধিবেশন কক্ষ, বিভিন্ন লবি সহ সংসদ পরিদর্শন করান। জাতীয় সংসদ গ্রন্থাগারে থাকা
বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান, আইপিইউ ও মুজিব কর্নার, বিভিন্ন পুরাতন বই, ১৯৭৪ সাল থেকে সংগ্রহে থাকা সংবাদপত্র অতিথিবৃন্দ এবং তরুণদের বিমোহিত করে। এ সময় রাশিয়ান হাউসের প্রধান জনাব পাভেল দেভোয়চেনকভ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সভিয়েত ইউনিয়নের অবদানের কথা স্মরণ করে, সংসদ লাইব্রেরীতে রাশিয়ান কর্নার স্থাপন ও রাশিয়ান ভাষায় লিখিত বই প্রদানের আগ্রহ ব্যক্ত করেন।
মুল অধিবেশন কক্ষ পরিদর্শনের সময় অধিবেশন কক্ষের বিভিন্ন আসন, শিশু গ্যালারি, রাষ্ট্রপতি ও ভিভিআইপি গ্যালারি সহ বিভিন্ন তহ্যবহুল উপস্থাপনায় সকলে সংসদের প্রায়োগিক দিক অনুধাবন করার সুযোগ পায়। পরিদর্শনের আনুষ্ঠানিকতা শেষে ইয়ুথ পার্লামেন্টের এ পরিদর্শনকে স্মৃতি হিসেবে রাখতে প্রেসিডেন্টশিয়াল প্লাজায় কর্তৃপক্ষ কর্তৃক সম্মিলিত ছবি তোলা হয়।
দ্বিতীয় পর্বের আয়োজনে প্রধান অতিথি রাশিয়ান হাউসের প্রধান জনাব পাভেল দেভোয়চেনকভ এবং বিশেষ অতিথি রাশিয়ান হাউজের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিস কারিনা ভাসিলেভা সকলকে সনদ ও ক্রেষ্ট প্রদান করেন। উক্ত আয়জনে ইয়ুথ পার্লামেন্টের আল-মোমিত সিদ্দিক এবং রওশন আরাকে লং সার্ভিস ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।
ইয়ুথ পার্লামেন্টের পক্ষ থেকে সভাপতি সরকার তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক বিবেক মোর রাশিয়ান হাউসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সন্মানিত অতিথিবৃন্দদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
ইয়ুথ পার্লামেন্ট ২০১৮ সাল থেকে তরুণদের সংসদের আদর্শবান প্রজন্ম হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছে। বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের পাশাপাশি গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধকরণ করতে “ইয়ুথ ডেলিগেশান প্রোগ্রাম” এর আয়তায় যোগ্যতাসম্পন্ন তরুণদের সংসদ পরিদর্শনের সুযোগ প্রদান করা হয়।
সময় জার্নাল/এলআর