স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার বিরেন্দর শেবাগ তীর্যক মন্তব্য করেছেন। প্রশ্ন তুলেছেন তার দায়িত্ববোধ নিয়েও।
ভারতের বিপক্ষে ১৯৭ রানের বড় লক্ষ্য তাড়ায় ৭ বলে ১১ রান করে আাউট হয়েছেন সাকিব আল হাসান। দল হেরেছে ৫০ রানে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে শেবাগ বলেন, ‘সাকিবের উচিৎ জায়গা ছেড়ে দেওয়া।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিব আল হাসানের চরম সমালোচনা করেছিলেন বিরেন্দ্র শেবাগ। আগেই অবসর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন। সেই ম্যাচেও সাকিবের আউট হওয়ার ধরন নিয়ে সমালোচনা করেছিলেন শেবাগ। এবার সুপার এইটে ভারতের বিপক্ষে ৫০ রানে হারের পর সাবেক এই ক্রিকেটার বললেন, সাকিবের উচিত নতুন কাউকে সুযোগ দেওয়া।’
শেবাগ বলেন, ‘আপনার সঙ্গে যখন একজন ব্যাটসম্যান রয়েছে অপর প্রান্তে তাকে সঙ্গ তো দিন। ম্যাচটা গড়ার চেষ্টা করুন। অথচ আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন। কেন এমনটা করলেন তা আমার বোধে আসে না।’
শেবাগ আরো বলেন, ‘সাকিব কি কোনো কিছুর পরোয়া করছে না? সাকিব কি তার অভিজ্ঞতার ব্যবহার করছে না? সে কি এমন ভাবছে যে লক্ষ্য যেহেতু বড় তাই প্রতি বলেই ছক্কা মারতে হবে। আমার একটা শট ছ্ক্কা হয়েছে তাই প্রতিটি শটই ছক্কা হবে, এমন তো না। এজন্যই আমি আগেই বলেছিলাম সাকিবের নতুন খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের বাজে পারফরম্যান্স নিয়ে শেবাগ এর আগে বলেছিলেন, ‘তুমি তো হেইডেন বা গিলক্রিস্ট না, যে শট বলে পুল খেলবে। তুমি বাংলাদেশের একজন ক্রিকেটার, নিজের হাতে যে শট আছে সেটাই খেলো।’
সময় জার্নাল/এলআর