দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বিভিন্ন আয়োজনে আওয়ামী লীগের প্লাটিনাম জুবলীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল দলীয় কার্যালয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভা।
রবিবার (২৩ জুন-২০২৪) সকালে বাসুনিয়াপট্টিস্থ কার্যালয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সকাল ১১টায় ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। বেলুন এবং পায়রা উড়িয়ে যাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রায় নানান রঙের প্লেকার্ড ও ফ্যাষ্টুন ব্যবহার করা হয়।
এর আগে ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল হুদা হেলাল, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন দিলিপ, মোস্তফা হাসনাইন, মহিলা নেত্রী ছবি সিনহা, তারিকুন বেগম লাবুন প্রমূখ।
শোভাযাত্রা ও সমাবেশে দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগ, দিনাজপুর শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/এলআর