ইবি প্রতিনিধি:
ঈদের ছুটিতে ভ্যানযোগে শতাধিক মণ গাছের গুড়ি ও খড়ি পাচারের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিরাপত্তার দায়িত্বে থাকা এস্টেট অফিসের কম্পিউটার অপারেটর ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ অনুযায়ী, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বন্ধকালীন সময়ে অনুমতি ছাড়া ক্যাম্পাস হতে গাছের গুড়ি ও খড়ি নিয়ে যাওয়ার অপরাধে কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা-বিধির ১২ এর ১ ধারা মোতাবেক তাকে তার পদের চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি বিধি মোতাবেক জীবন-ধারণ ভাতা পাবেন।
এর আগে গত ১৪ জুন ভোর পাঁচটার দিকে প্রটোকল দিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে ৭-৮টি ভ্যানযোগে গাছের গুড়ি ও খড়ি পাচার করেন ফরিদ। পরে বিষয়টি প্রকাশ্যে আসলে এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমলে নিয়ে ছাত্র উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে জরুরি সভা করে। সভায় এস্টেট প্রধান শামছুল ইসলামকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে পরিদর্শন শেষে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদের কাছে প্রতিবেদন দেওয়া হলে সেই প্রতিবেদনসহ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠানো হয়।
এমআই