স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত, যেখানে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছানো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আসরটির প্রথম চ্যাম্পিয়ন ভারত। উভয় দলই টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে প্রবেশ করছে, যা ক্রিকেটপ্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রতিশ্রুতি দিচ্ছে। শিরোপা নির্ধারনীর এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মোট ৬ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে চারবার এবং প্রোটিয়ারা জিতেছে দুইবার। এই আসরে দুই দলের এটাই প্রথম সাক্ষাৎ। এছাড়া দুই দলই রয়েছে দারুণ ছন্দে। এবং গত কয়েক ম্যাচ থেকে প্লেয়িং ইলেভেনে কোনও পরিবর্তন করেনি দুই দলের কেউ।
সাত মাসের ব্যবধানে আরেকটি বিশ্বকাপ ফাইনালে ভারত। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেনি রোহিত শর্মার দল। ২০১১ সালের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নরা কি পারবে ১৩ বছরের আক্ষেপ ঘুচাতে? বেশ দাপটের সঙ্গে এবারের ফাইনালে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা, যারা প্রথমবার যে কোনও ফরম্যাটের বিশ্বকাপ ফাইনালে প্রথমবার উঠেছে।
এবার সব ছাপিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে আর খালি হাতে ফিরতে রাজি নয় জ্যাক ক্যালিসদের উত্তরসুরিরা। এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা দারুণ পারফর্ম করেছে। একটি ম্যাচও হারেনি এইডেন মার্করামের দল। ভারতের অবস্থাও একই। তবে ট্রফি কার হাতে উঠবে, তা বোঝা যাবে কয়েক ঘন্টার লড়াইয়ের মধ্যে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জাসপ্রীত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকার একাদশ- এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরখিয়া, তাবরাইজ শামসি।
এমআই