রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার

শনিবার, জুন ২৯, ২০২৪
দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: রবিবার (৩০ জুন-২০২৪) থেকে সারা দেশের ন্যায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এবারে এ শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। ১১ আগষ্ট-২০২৪ তারিখ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শেষ হবে। 

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষায় ২০৪টি পরীক্ষা কেন্দ্রে ৬৬২টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এসব পরীক্ষার্থীর মধ্যে ৫৫ হাজার ৭১৮ জন ছাত্র ও ছাত্রী ৫৭ হাজার ৭০২ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১ হাজার ৯৮৪ পরীক্ষার্থী বেশী।

অধ্যাপক মীর সাজ্জাদ আলী আরো জানান, মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী, মানবিক বিভাগে ৭২ হাজার ৫৩২ পরীক্ষার্থী ও ব্যবসায়ী শিক্ষা বিভাগে ৮ হাজার ৯৫৩ পরীক্ষার্থীসহ মোট ১ লাখ ১৩ হাজার ৪২০ জন। 

মোট পরীক্ষার্থীর মধ্যে রংপুর জেলায় পরীক্ষার্থী ২৪ হাজার ৯৭১ জন, গাইবান্ধায় ১৬ হাজার ৭ জন, নীলফামারী জেলায় ১৩ হাজার ৬৬৩ জন, কুড়িগ্রামে ১১ হাজার ৩৫৯ জন, লালমনিরহাটে ৭ হাজার ১৪২ জন, দিনাজপুরে ২২ হাজার ৪৯৪ জন, ঠাকুরগাঁওয়ে ১০ হাজার ১৮৯ জন ও পঞ্চগড় জেলায় ৬ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ জানান, এবারে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একাধিক ভিজলেন টিম গঠন করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিযমিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করবেন। এছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজেলেন্স টিম গঠন করা হয়েছে। এ ঝটিকা ভিজিলেন্স টিমগুলো বোর্ডের সবগুলো পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল