স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলে দেন বিরাট কোহলি। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে জানিয়ে দেন- আগেই নিয়ে রেখেছিলেন অবসরের সিদ্ধান্ত। পরে অবসরের ঘোষণা দিয়েছেন নেতৃত্ব দিয়ে দলকে বিশ্বকাপ জেতানো রোহিত শর্মা।
বিশ্বকাপের উদযাপন শেষ হতে না হতেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সামাজিক মাধ্যমে এক বিদায়ী বার্তা পোস্ট করেছেন তিনি।
বিদায়ী বার্তায় জাদেজা লেখেন, ‘কৃতজ্ঞতায়পূর্ণ হৃদয় নিয়ে, আমি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি। গৌরবের নেশায় অবিচল ঘোড়া যেমন ছুটে চলে তেমনি আমিও দেশের জন্য সর্বদা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকি দুই ফরম্যাটে ওই চেষ্টা অব্যাহত থাকবে।’
টি-২০ বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ হয়েছে বলেও বিদায় ভাষণে জানিয়েছেন জাদেজা, ‘টি-২০ বিশ্বকাপ জেতা স্বপ্ন ছিল। ওই স্বপ্ন পূরণ হয়েছে। বিশ্বকাপ দিয়ে টি-২০ ফরম্যাটের চূড়ায় নিজের নাম রেখে শেষ করতে পেরেছি। এই স্মৃতি, উদযাপন ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।’
জাদেজা দেশের হয়ে ৭৪টি টি-২০ খেলেছেন। এর মধ্যে ৪১ ইনিংসে ব্যাট করে ১২৭.১৬ স্ট্রাইক রেটে ৫১৫ রান করেছেন তিনি। লোয়ার অর্ডারে ব্যাটিং করায় কোন ফিফটি নেই তার। তিনি ৫৪টি উইকেট নিয়েছেন। বয়স ৩৫ বছর পেরিয়ে যাওয়ায় আরেকটি বিশ্বকাপের জন্য দলে ঝুলে না থেকে অবসর নিয়ে নিয়েছেন তিনি।
এমআই