শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

রাবির ইতিহাসে সর্বোচ্চ ৫১৯ কোটি টাকার বাজেট ঘোষণা, গবেষণায় ১৪ কোটি ২ লাখ

মঙ্গলবার, জুলাই ২, ২০২৪
রাবির ইতিহাসে সর্বোচ্চ ৫১৯ কোটি টাকার বাজেট ঘোষণা, গবেষণায় ১৪ কোটি ২ লাখ

জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :

২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা হয়েছে মোট ৫১৮ কোটি ৯৫ লাখ টাকা। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ। এতে গবেষণায় বরাদ্দ দেয়া হয় ১৪ কোটি ২ লাখ টাকা, যা বাজেটের ২.৭ শতাংশ। আর বেতন-ভাতা ও পেনশনে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেয়া হয় ৩০১ কোটি ৭৪ লাখ টাকা, যা বাজেটের ৭৫.৮৭ শতাংশ৷ গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ৫৩২ তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থ বছরের মূল বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ১৪ কোটি ২ লাখ, স্বাস্থ্য ও সেবা খাতে ৪৭ লাখ, মূলধন খাতে ২৩ কোটি ২১ লাখ, পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৪৪ লাখ, বেতন ও ভাতাদি খাতে ৩০০ কোটি ৮৯ লাখ, পেনশন বাবদ ৯২ কোটি ৮৫ লাখ ও অন্যান্য বরাদ্দ ৩ কোটি ৭ লাখ টাকা। এবার গবেষণা খাতে সর্বাধিক বরাদ্দ প্রদান করা হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল