জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা হয়েছে মোট ৫১৮ কোটি ৯৫ লাখ টাকা। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ। এতে গবেষণায় বরাদ্দ দেয়া হয় ১৪ কোটি ২ লাখ টাকা, যা বাজেটের ২.৭ শতাংশ। আর বেতন-ভাতা ও পেনশনে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেয়া হয় ৩০১ কোটি ৭৪ লাখ টাকা, যা বাজেটের ৭৫.৮৭ শতাংশ৷ গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ৫৩২ তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থ বছরের মূল বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ১৪ কোটি ২ লাখ, স্বাস্থ্য ও সেবা খাতে ৪৭ লাখ, মূলধন খাতে ২৩ কোটি ২১ লাখ, পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৪৪ লাখ, বেতন ও ভাতাদি খাতে ৩০০ কোটি ৮৯ লাখ, পেনশন বাবদ ৯২ কোটি ৮৫ লাখ ও অন্যান্য বরাদ্দ ৩ কোটি ৭ লাখ টাকা। এবার গবেষণা খাতে সর্বাধিক বরাদ্দ প্রদান করা হয়েছে।
এমআই