মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার খানসামা উপজেলার উপর দিয়ে প্রবাহিত আত্রাই নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া চিরিরবন্দর জেলার চিরিরবন্দর উপর দিয়ে প্রবাহিত ইছামতী ও জেলা শহরের পাশ দিয়ে প্রবাহিত পুণর্ভবা এই দুইটি নদীর পানি বিপদসীমার খুবই কাছাকাছি রয়েছে। তবে আরো বৃষ্টি হলে জেলার সব নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ার আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান জানান, দিনাজপুর জেলার খানসামা উপজেলার উপর দিয়ে প্রবাহিত আত্রাই নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমবটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া চিরিরবন্দর উপজেলার উপর দিয়ে প্রবাহিত আত্রাই, জেলা শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত পূণর্ভবা ও ফুলবাড়ি উপজেলার উপর দিয়ে প্রবাহিত ইছামতী নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি প্রবাহিত হচ্ছে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার (২ জুলাই-২০২৪) দুপুর ১২টায় জেলার খানসামা উপজেলার উপর দিয়ে প্রবাহিত আত্রাই নদীর পানি বিপদসীমার ৪৭ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এই অংশে বিপদসীমা ৪৩ দশমিক ৭০ মিটারের বিপরীতে প্রবাহিত হচ্ছে ৪৪ দশমিক ১৭ মিটারে। এই আত্রাই নদীর পানি চিরিরবন্দরের ভূষিরবন্দর অংশে বিপদসীমার ৩৯ দশমিক ১৫ মিটারের বিপরীতে প্রবাহিত হচ্ছে ৩৭ দশমিক ৬ সে. মিটার।
এছাড়াও শহরের পাশ দিয়ে প্রবাহিত পূণর্ভবা নদীর পানি বর্তমানে ৩০ দশমিক ৯৫ সে. মিটারে প্রবাহিত হচ্ছে। পুনর্ভবা নদীর বিপদসীমা ৩৩ দশমিক ৫০০ মিটার। ফুলবাড়ি উপজেলায় ইছামতী নদীর পানি প্রবাহিত হচ্ছে ২৬ দশমিক ৩৫ মিটারে। যদিও এই নদীর বিপদসীমা ২৯ দশমিক ৫০০ মিটার।
বিরল উপজেলার উপর দিয়ে প্রবাহিত টাঙ্গন নদীর পানি ৩৪ মিটারের বিপরীতে প্রবাহিত হচ্ছে ৩২ দশমিক ৭ মিটারে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আরো জানান, মঙ্গলবার দুপুর ১২টায় জেলার উপর দিয়ে তিনটি নদীর মধ্যে আত্রাই নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও পুনর্ভবা, ইছামতী ও টাঙ্গন নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি প্রবাহিত হতে দেখা গেছে। তবে আরো বৃষ্টিপাত হলে সব নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
এদিকে দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জুল হোসেন জানান, মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সোমবার (১ জুলাই-২০২৪) তারিখ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৫ মিলিমিটার।
এই বৃষ্টিপাত আগামী ৬ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।
এমআই